Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরেরে উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে কোন অফিস নাই। হরিপুর উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ৭৮ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ২৮৯৫২ জন সদস্য (পুরুষ-২৪৫৫০, মহিলা-৪৪০২) রয়েছে । ২০২১-২০২২ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ২৬৭.৮৮ লক্ষ টাকা, সঞ্চয় ৪৭২৪.১৪ লক্ষ টাকা, সংরক্ষিত তহবিল ২০.৯৮ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ৫০৩৬.৯২ লক্ষ টাকা। সরকারী ও অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণ ৫৫৫.০৯ লক্ষ টাকা, ঋণ বিতরণ (সমিতির নিজস্ব তহবিল+সরকারী+অন্যান্য সংস্থা) ৫৮০৪.৭৫ লক্ষ টাকা, ঋণ আদায় ৩৪০৫.৮০ লক্ষ টাকা, সমিতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান ৩৯.৫০ শতক জমিা, নীট লাভ(২০২১-২০২২) ২৬.৯২ লক্ষ টাকা, লভ্যাংশ বন্টন ১৬.৬৯ লক্ষ টাকা, আদায়কৃত অডিট সেস ০.৭৭ লক্ষ টাকা, সমবায় উন্নয়ন তহবিল ০.৮০ লক্ষ টাকা ও অডিট ফি’ ভ্যাট প্রদান ০.১১ লক্ষ টাকা। নিবন্ধিত গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম ১৪ টি, সফল সমবায় সমিতির সংখ্যা ০৫ টি। সবায়ের মাধ্যমে এ উপজেলায় ৪০০ জনের কর্মসংস্থান হয়েছে। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০২১-২০২২ অর্থ বছরে অডিট ফি বাবদ ০.৭৭ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্পের আওতায় ০৭ টি ট্রেডে মোট ৪০০ জন সমবায়ীকে ৬০ দিন ব্যাপী   প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে প্রকল্প তহবিল হতে ১৬১.০০ লক্ষ টাকা ব্যয়ে। এছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, রংপুরে ১০ জন সমবায়ী ট্রেডভিত্তিক বিভন্ন প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।.....